ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

ম্যাচ হারলেও মাহমুদউল্লাহ ভালো খেলেছেন: তামিম

কিউইদের ২৫৪ রান তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৪১.১ ওভারে ১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ইশ সৌধির লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ২৫৫ রানের টার্গেট তাড়ায় ৮৬ রানে হারল বাংলাদেশ। তবে এই হারের পরও তামিম ইকবালের মতে, বাংলাদেশ ম্যাচ হারলেও দীর্ঘদিন পর খেলতে নেমে মাহমুদউল্লাহ খুবই ভালো খেলেছেন।


ম্যাচের পর তামিম সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার তো মনে হয় উনি চমৎকার খেলেছেন। আমি ওনার সঙ্গে ছোট একটা জুটিতে ছিলাম। ওনার ইনটেন্ট খুবই ভালো ছিল। আমার মনে হয়নি উনি ছয়-সাত মাস বিরতির পর খেলতে নেমেছেন।’


মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ফিল্ডিং প্রসঙ্গও টেনে আনেন তামিম, ‘ওনার ফিল্ডিং খুবই ভালো হয়েছে। যতবারই বল গেছে, উনি সেরাটাই দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি খুবই খুবই ভালো খেলেছেন।’


মাহমুদউল্লাহ যখন ব্যাটিং করতে নামেন, বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০। ৩৬তম ওভারে কোল ম্যাকনকির বলে যখন আউট হয়ে ফেরেন, তখন নামের পাশে ৪ চার ১ ছয়ে গড়া ৪৯ রানের ইনিংস।

ads

Our Facebook Page